নিজের এক্স হ্যান্ডেলের বায়ো থেকে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা রাজনীতিকের পরিচয় মুছে দিলেন কুণাল ঘোষ। বর্তমানে তাঁর বায়োতে লেখা রয়েছে সাংবাদিক এবং সমাজকর্মী। লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করে এই পদক্ষেপ নেওয়ায় তৃণমূলের অন্দরে শুরু হয়েছে জল্পনা।
বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি রাজনৈতিক পোস্ট করেন। যা নিয়ে তৃণমূলের অন্দরেই আলোচনা শুরু হয়। যদিও ওই পোস্টে সরাসরি কোনও নেতার নাম উল্লেখ করেননি তিনি। এরপর শুক্রবার সকালের কুণাল ঘোষের এক্স হ্যান্ডেলের বায়ো ঘিরেও শুরু হয়েছে জল্পনা।
কী লিখেছিলেন কুণাল ঘোষ?
কুণাল ঘোষ নাম না করলেও ইঙ্গিতটা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এর আগেও দলের অন্যান্য নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন । একদিকে, সাংসদের বয়স নিয়ে বিতর্ক, অন্যদিকে,সুদীপবাবু সেভাবে সক্রিয় নন বলে অভিযোগ। উত্তর কলকাতায় তাঁকে কোনও কর্মসূচিতে দেখতে পাওয়া যায় না বলে অভিযোগ । ভোটে জেতেন শুধু মমতা–অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য । কুণালের টুইটে সেই ইঙ্গিতই লক্ষ্য করা গেল ।