"আসুন একসঙ্গে জেরায় অংশ নিই।' প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের রাজ্যের মুখপাত্র কুণাল ঘোষ। সারদা কেলেঙ্কারির অভিযোগে কারাবাসে ছিলেন কুণাল ঘোষ নিজেই। শুভেন্দুর গ্রেফতারির দাবি জানান তিনি। এবার টুইট করে ফের রাজ্যের বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ কুণালের।
টুইটে কুণাল লেখেন, শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনি বেশ কয়েকটি চিঠি লিখেছেন। তবে শুভেন্দুর কাছে এটা খোলা চ্যালেঞ্জ। তদন্তের সহযোগিতার জন্য যৌথ জিজ্ঞাসাবাদে অংশ নিতে রাজি তিনি।
আরও পড়ুন: পোস্টারে দেবের হাতে সাপ জড়ানো, আসলে শুটিং কীভাবে হয়েছিল, ভিডিয়ো ভাগ করে নিলেন দেব
গত ২০ জুলাই সিবিআইয়ের কাছে বেশ কিছু চিঠি পাঠান শুভেন্দু অধিকারী। টুইটে সেকথা জানিয়ে শুভেন্দু লেখেন, সিবিআই সারদা কেলেঙ্কারির কিংপিনকে ধরতে না পারায় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।