Asansol Stampede: আসানসোলের ঘটনায় শুভেন্দুকে কড়া আক্রমণ তৃণমূলের, সাফাই বিজেপির

Updated : Dec 21, 2022 20:52
|
Editorji News Desk

আসানসোলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩ জনের। গুরুতর আহত ৫। দুর্ঘটনার পর আসানসোলের পুলিশ কমিশনার জানান, এই অনুষ্ঠানের কোনও অনুমতিই ছিল না। শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছে শাসক দল তৃণমূলও। তাঁর দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তিনি জানান, বেআইনি সভা করেছে বিজেপি।

এদিন কুণাল ঘোষ বলেন, "শুভেন্দু অধিকারীর আসানসোলের সভায়, যেভাবে ৩ জন নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে, দুর্ভাগ্যজনক। প্রশ্ন হচ্ছে, ১২ তারিখের কথা বললেন, সিবিআই হেফাজতে লালনের মৃত্যু। আজ আবার ১৪। ৩টে নিরপরাধ লোক মারা গেল। গরীব মানুষকে কম্বল বিলোতে ডেকে একটা ছোট জায়গায় বিশৃঙ্খল আচরণ। এর জন্য দায়ি কে। পুলিশের অনুমতি না নিয়ে বেআইনি সভা। যদি পুলিশের অনুমতি থাকত, তা হলে পুলিশ কর্মীরা থাকতেন। শুভেন্দু অধিকারীকে এমন আইন ভাঙার অধিকার কে দিচ্ছে।"

আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ধাক্কাধাক্কি, মৃত্যু ৩ জনের, আহত ৫ জন


বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানান, "অনুষ্ঠানের অনুমতি নিয়েছিলাম। আমরা এরকম একটা অনুষ্ঠান জানিয়েছিলাম। এত ভিড় হয়েছে, সেটা কীভাবে বলা যায়। শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান ছিল, দেখতে এসেছেন। যদি সবটা ঠিকঠাক থাকত, তা হলে হত না। এটা তদন্ত করে দেখা দরকার।"

বুধবার আসানসোলের রামকৃষ্ণডাঙায় একটি অনুষ্ঠান আয়োজন করে বিজেপি। সেই অনুষ্ঠানে ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিও। জানা গিয়েছে, দুঃস্থদের কম্বল বিতরণ করা হয় ওই অনুষ্ঠানে। শুভেন্দু বেরিয়ে যাওয়ার পরই সভাস্থলে বিশৃঙ্খলা তৈরি হয়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। গুরুতর আহতদের মধ্যে শিশুও আছে। এই নিয়েই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। 

kunal ghoshTMCBJPSuvendu Adhikari

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর