RG Kar: জুনিয়র ডাক্তারদের মধ্যেই মতানৈক্য? ফের অডিয়ো প্রকাশ কুণাল ঘোষের, কী জানালেন জুনিয়র ডাক্তাররা? 

Updated : Sep 15, 2024 18:47
|
Editorji News Desk

ফের আরও একটি অডিয়ো প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। এবং ওই অডিয়ো প্রকাশ করে তাঁর দাবি, আন্দোলনকারীরাই নিজেদের মধ্যে দু ভাগে ভাগ হয়ে গিয়েছেন।  যদিও কুণালের দাবি, ওই অডিয়ো ক্লিপ ফোনের বার্তালাপ নয়। ধর্নামঞ্চে দুজনের কথপোকথন। এডিটরজি বাংলার তরফে ওই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি। 

শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাসভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল জুনিয়র জাক্তারদের। আলোচনার মাধ্যমে অচলাবস্থা কাটাতেই ওই বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের জটে ভেস্তে যায় সেই বৈঠক। নতুন অডিয়ো প্রকাশ করে কুণাল ঘোষের অভিযোগ জুনিয়র ডাক্তারদের একাংশের জটিলতা তৈরির মানসিকতা নিয়েই কালীঘাটে গিয়েছিলেন। 

রবিবার দুপুরে একটি অডিয়ো প্রকাশ করেন কুণাল ঘোষ। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যাওয়ার কিছুক্ষণ আগের ওই অডিয়োটি ক্লিপটিতে কয়েকজন জুনিয়র ডাক্তারকে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে শোনা গিয়েছে। সেখানে শোনা গিয়েছে, কালীঘাট থেকে ডাক আসার পর সেখানে যাওয়া এবং দাবিদাওয়া সম্বন্ধে জুনিয়র ডাক্তাররা আলোচনা করেছেন। অনেকে বৈঠকের দাবির পক্ষে অনেকে আবার ভিডিয়োগ্রাফির দাবিতে অনড় থাকতে চেয়েছিলেন। এমনকি মঙ্গলবার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেই নিয়েও অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে অনেকের আশঙ্কা, সেক্ষেত্রে কড়া কোনও পদক্ষেপ নিতে পারে শীর্ষ আদালত।

মতানৈক্য়ের অভিযোগ একপ্রকার স্বীকার করে নিয়ে জুনিয়র ডাক্তারদের মঞ্চের তরফে জানানো হয়েছে, মতানৈক্য়ের যে অভিযোগ উঠেছে তা অসম্ভব কিছু নয়। কারণ অনেকজনকে নিয়ে কমিটি তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকাটাই স্বাভাবিক।

RG Kar Case

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর