ভরা শরৎ কাল, কিন্তু না তার ছাপ রয়েছে আবহাওয়ায় না পরিস্থিতিতে। অথচ পুজোর বাকি আর মাত্র কটা দিন। যদিও, এবার নানা কারণেই পুজোর মেজাজ খানিকটা ফিকে। আরজি করের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে এখনও ফুটছে গোটা দেশ। অথচ এগিয়ে আসছে পুজো। বিচারের দাবিতে পথে নেমেছিলেন কুমোরটুলির মৃৎশিল্পীরাও। সেই দাবি অব্যাহত রেখেই কাজ চলছে, দম ফেলার জো নেই পটুয়া পাড়ায়।
বাংলার বাইরে প্রতিমা পাঠানো শুরু হয়েছে, কোথাও বা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সঙ্গে সাজ শিল্পীদেরও এই সময় মাথা তোলার অবস্থা নেই। কৃষ্ণনগরের সাজ শিল্পীরা বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন বহু বছর ধরেই।
প্রতিমা পুজো মণ্ডপে নজর কাড়ে সাজেই। সেই নিখুঁত সাজ তৈরি করতে অনেক ধৈর্য্য নিয়ে সুতো, পুঁথি, তার, থার্মোকল দিয়ে বানানো হয় প্রতিমার মুকুট, হার, দুল, গায়ের গহনা। হরেক থিমে তৈরি হয় দুর্গা প্রতিমা, সেই সাজে চমক জুড়ে দেয় ডাকের সাজ।
তবে এত খাটনির পরেও, সাজ শিল্পীদের অভিযোগ অনেক পরিশ্রমের পরেও ন্যায্য দাম পাচ্ছেন না শিল্পীরা। লেবার সমস্যা, সঙ্গে জিনিসপত্রের আকাশছোঁয়া দাম- এর জেরে কাজ করেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না শিল্পীরা।