৮ বছরের সন্তানকে হত্যায় অভিযুক্ত মা তাঁর বান্ধবীর সঙ্গে সমকামী সম্পর্কে ছিলেন৷ কোন্নগরে কানাইপুর আদর্শনগরের শিশু খুনের ঘটনার তদন্তে নেমে এই তথ্য জানতে পেরেছে পুলিশ। অভিযোগ সত্যি হলে স্ত্রীর ফাঁসির দাবি জানিয়েছেন মৃত শিশুর বাবা।
পুলিশ সূত্রের খবর, মৃত শিশুটির মা সান্তা শর্মার সাথে দীর্ঘদিনের সম্পর্ক খিদিরপুরের বাসিন্দা ইফ্ফাত পারভিনের। দুজনে লুকিয়ে বিয়েও করেছিলেন৷ পরে পঙ্কজের সঙ্গে বিয়ে হয় সান্তার। তিনি মা-ও হন। পরে ইফফাতের সঙ্গে যোগাযোগ হয় সান্তার। দুই বান্ধবীর একসঙ্গে থাকার পথে বাধা ছিল সন্তান। তাই দুজনে মিলেই খুন করেন সান্তার ৮ বছরের সন্তানকে, দাবি এমনই।
Farmers Protest: আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে কড়া ব্যবস্থা, জানাল আম্বালা পুলিশ
পুলিশ সূত্রে খবর, সন্তানের মৃত্যুর পরেও কার্যত ‘নির্বিকার’ ছিলেন মা। কললিস্ট, ফিঙ্গারপ্রিন্ট, রক্তের নমুনা সংগ্রহ করে সান্তা এবং ইফফাত, অভিযুক্ত দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।