অষ্টমীর দুপুরে কলকাতায় ট্র্যাফিক ব্যবস্থা মোটামুটি স্বাভাবিক। রবিবার দুপুর পর্যন্ত কোথাও কোনও যানজটের খবর নেই। তবে বিকেল থেকে পরিস্থিতির পরিবর্তন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সন্ধের ভিড় সামাল দিতে পুলিশের তরফে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পঞ্চমী ও ষষ্ঠীর রাতের ভিড় ছাপিয়ে গিয়েছিল সপ্তমীর রাতের জনসমাগম। বেশ কিছু পুজো মণ্ডপ ঢুকতে প্রায় ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দর্শকদের। পুলিশের তরফে জানানো হয়েছে, বিগত কয়েক বছরের ভিড়ের পরিসংখ্যান ভেঙে দিয়েছে চলতি বছরের সপ্তমীর রাত।
Read More- দাদু রঞ্জিত মল্লিকের সঙ্গে কাঁসর বাজাল কবীর, সপ্তমীতে ছিমছাম সাজ কোয়েলের
অষ্টমীর রাতে জনসমাগম সামাল দিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রাস্তার বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম তৈরি থাকবে। তবে অষ্টমীর দিন যাঁরা কাজে বেরিয়েছেন তাঁদের অনেককেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে।