ফের টাকা উদ্ধার। এবার ঘটনাস্থল হাওড়ার শিবপুর। উদ্ধার হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। সঙ্গে মিলেছে সোনা, রুপো এবং হিরের প্রচুর গয়নাও। ঘটনায় এখনও গ্রেফতার করা যায়নি কাউকে। সূত্রের খবর রবিবার শিবপুরের একটি আবাসনের সামনে গাড়ি রাখা ছিল সেই গাড়ি থেকেই উদ্ধার হয় টাকার পাহাড় ও গয়না।
পুলিশ সূত্রের খবর, কিছুদিন ধরেই বেসরকারি ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে বিপুল পরিমানে টাকা লেনদেন চলছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষের নজরে আসতেই পুলিশে জানানো হয় বিষয়টি। তদন্ত শুরু করে লালবাজারের ফ্রড শাখা। এরপর হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। নজরদারি শুরু হয় ওই অ্যাকাউন্টে।
জানা যায় শৈলেশ পাণ্ডে নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট ওটি। এরপরেই রবিবার হেয়ার স্ট্রিট থানার আধিকারিকরা শিবপুর থানার আধিকারিরদের সঙ্গে নিয়ে শিবপুরের একটি অভিজাত আবাসনে হানা দেয়। ওই আবাসনের সামনে রাখা একটি গাড়ি থেকেই বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমানে গয়না এবং আড়াই কোটি টাকা।