Junior Doctor Protest: মা কার্নিভাল বিঘ্ন হতে পারে! আশান্তির আশঙ্কা করে ১৬৩ ধারা জারি পুলিশের

Updated : Oct 15, 2024 12:20
|
Editorji News Desk

মঙ্গলবার রেড রোডে মা কার্নিভালের আয়োজন করেছে রাজ্য সরকার। বিকেল সাড়ে ৪টে থেকে ওই কার্নিভাল অনুষ্ঠিত হবে। প্রায় একই সময়ে দ্রোহের কার্নিভাল শুরু করবেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। কিন্তু এই কর্মসূচির কোনও অনুমতি দেয়নি পুলিশ। এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে রেড রোড সংলগ্ন একাধিক এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করল পুলিশ। 

কলকাতা পুলিশের তরফে এই মর্মে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার স্বাক্ষর করা রয়েছে। পুলিশ মনে করছে মা কার্নিভালের দিন দ্রোহের কার্নিভাল আয়োজন করায় আইনশৃঙ্খলা অবনতি হতে পারে। এমনকি অশান্তি ছড়ানোরও আশঙ্কা করছে তারা। সেই কারণেই ১৬৩ ধারা জারি করা হয়েছে। 

কলকাতা পুলিশের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় চার জনের বেশি কেউ জমায়েত করতে পারবেন না। লাঠি বা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করা যাবে না এমনকি কোনও মিছিল , ধর্না, জমায়েত বা বিক্ষোভ দেখানো পুরোপুরি নিষিদ্ধ। 

কোন কোন জায়গায় জমায়েত নিষিদ্ধ? 

রানি রাসমনি রোড- ডোরিনা ক্রসিং থেকে নেতাজির মূর্তি পর্যন্ত এলাকা এবং হাওড়া মেট্রোর গ্রিন চ্যালেন থেকে রানি রাসমণি পার্ক পর্যন্ত ১৬৩ ধারা জারি করা হয়েছে। 

ওয়াই চ্যানেল-
জওহরলাল নেহেরু রোড থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত ১৬৩ ধারা জারি করা থাকবে। উত্তরে এসপ্লানেড রো পূর্ব থেকে দক্ষিণে রানি রাসমণি অ্য়াভেনিউ পর্যন্ত জমায়েত নিষিদ্ধ করা হয়েছে জমায়েত। 

এছাড়াও  মেয়ো রোড, আউটরাম রোড, অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসের সামনে, জওহরলাল নেহেরু রোড, কুইনস ওয়ে, স্ট্রান্ড রোডে ১৬৩ ধারা জারি করা থাকছে।

এর আগে ত্রিধারা পুজো মণ্ডপে স্লোগান কাণ্ডে ধৃতদের জামিন দেওয়ার দিন কলকাতা হাইকোর্ট জানিয়েছিল মা কার্নিভালে কোনও রকমভাবে বিঘ্ন ঘটানো যাবে না। কলকাতা পুলিশের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানেও কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ মনে করিয়ে দেওয়া হয়েছে। 

 

Dharmatala

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর