ট্যাক্সি থামিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ছিনতাই করার অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কলকাতার মেটিয়াব্রুজে আক্রা রোডের ন্যাশনাল আই কেয়ার হাসপাতালের সামনে। ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যবসায়ীর নাম রামকুমার রায়।
জানা গিয়েছে, বিহার থেকে কলকাতায় পোশাক কিনতে এসেছিলেন রাজকুমার রায়। হাওড়া স্টেশন থেকে একটি ট্যাক্সিতে চড়েন তিনি। অভিযোগ ট্যাক্সি আক্রা রোডের কাছে পৌঁছলে পথ আটকায় দুজন যুবক। এবং রাজকুমারের কাছ থেকে ২ লাখ ৮৫ লাখ টাকা নিয়ে চম্পট দেয়। টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ দায়ের করেন রাজকুমার রায়। তারপরেই কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে।