বেআইনি নির্মাণ রুখতে একটি অ্যাপ চালু করার ভাবনাচিন্তা চালাচ্ছে প্রশাসন।গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনও অবধি মৃতের সংখ্যা ১০। এই ঘটনায় উঠে আসছে বেআইনি নির্মাণের প্রসঙ্গ। গ্রেফতার করা হয়েছে বহুতলের প্রোমোটারকে, ধৃত জমির মালিকও। এই ঘটনায় ইঞ্জিনিয়ারদের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। এই ঘটনার পরেই এবার নড়েচড়ে বসতে চাইছে কলকাতা পুরসভা।
বুধবার পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেই বৈঠকেই একটি অ্যাপের পরিকল্পনা করা হয়েছে।
Shamshan Holi : বারাণসীর মণিকর্ণিকা ঘাটে ওড়ে ছাই, মাসান হোলির বিশেষত্ব ধূসর রং
পুরসভা সূত্রে খবর, ওই অ্যাপে আপলোড করা হবে পুর এলাকার নির্মীয়মান সমস্ত বহুতলের ছবি, যা ইঞ্জিনিয়ররাই আপলোড করবেন অ্যাপে। তা পরে, খতিয়ে দেখবে পুরসভা।