বৌবাজারে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় দুই ইঞ্জিনিয়রকে শো-কজ করল কলকাতা পুরসভা । একইসঙ্গে পাশের বাড়ির মালিককেও নোটিস দেওয়া হয়েছে । নোটিসে বলা হয়েছে, আপাতত বাড়ি ভাঙার কাজ স্থগিত রাখতে হবে । ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে পুরসভা । উল্লেখ্য, মঙ্গলবার বউবাজারে একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে । পাশের বাড়িতে প্রোমোটিংয়ের কাজের জন্য তাঁদের এত বড় ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ির বাসিন্দাদের ।
মঙ্গলবার রাতেই পুরসভার তরফে পাশের বাড়ির মালিককে নোটিস পাঠানো হয় । অন্যদিকে,পাশের বাড়ির প্রোমোটিংয়ের লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার (এলএসবি) এবং এমপ্যানেল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে (ইএসই) শোকজ করা হয় । পুরসভা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাড়ি ভাঙার কাজ স্থগিত রাখতে হবে । প্রতিবেশীদের কাছ থেকে সন্তোষজনক চিঠি পেলে, তবেই কাজ শুরু হবে । পুরসভার তরফে বলা হয়েছে, প্রোমোটিংয়ের কাজের জন্য প্রতিবেশী ও পথচারীদের যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে ।
উল্লেখ্য, মঙ্গলবার বৌবাজারের রামকানাই অধিকারী লেনের একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে । বাড়ির বাসিন্দাদের অভিযোগ, নিয়ম না মেনে পাশের বাড়ির প্রোমোটারির কাজ চলছিল । তার জেরেই এই দুর্ঘটনা । তাঁদের অভিযোগ, কাজ চলাকালীনই বাড়ির দেওয়ালে আঘাত করেন মিস্ত্রিরা । তারপরই ভেঙে পড়ে দেওয়ালটি, এমনটাই মনে করা হচ্ছে ।