অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত পরিষেবা শুরু হয়ে গিয়েছে। শনিবার রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রোর ট্রায়াল হয়। কবে থেকে অরেঞ্জ লাইনের এই অংশে মেট্রো পরিষেবা শুরু হবে!
কয়েকমাস আগেই কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন, অর্থাৎ রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়েছে। এই রুটের পাঁচটি স্টেশন কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত পরিষেবা চালু হয়েছে। এই পথে মেট্রো পরিষেবা শুরু হওয়ার পর অনেকটাই যানজট কমেছে বাইপাসে। এই লাইন আরও কিছুটা সম্প্রসারিত হলে সল্টলেকগামী যাত্রীদের সুবিধা হবে। এবার এই দ্বিতীয় ধাপের প্রথম ট্রায়াল রান সম্পন্ন করল মেট্রো।
শনিবার একটি রেক ৪.৩৯ কিলোমিটার ট্রায়াল রান করে। আপ ও ডাউনে জুই লাইনেই কোনও ত্রুটি আছে কিনা দেখার জন্য রেকটি চালিয়ে দেখে নেওয়া হয়। এই মেট্রো যাত্রায় চারটি স্টেশন। সম্প্রতি এই নতুন রুট পরিদর্শন করে গিয়েছেন রেলওয়ে নিরাপত্তা কমিশনার।