স্বাধীনতা দিবস (Independence Day 2022) উপলক্ষে সেজে উঠেছে দেশ । বিভিন্ন জনপ্রিয় ও প্রসিদ্ধ বিল্ডিংগুলিকেও সাজানো হয়েছে ভারতের পতাকার তিন রঙে । সংসদ ভবন থেকে নর্থ ব্লক... আলোয় ভাসছে রাজধানী দিল্লি । আলোর মালায় সেজেছে কলকাতাও (Kolkata) । স্বাধীনতার রঙে রাঙানো হয়েছে কলকাতা বিমানবন্দরকেও (Kolkata Airport) ।
কলকাতা বিমানবন্দরের গোটা চত্বর তেরঙ্গা রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে । সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের লাইট । তেরঙ্গা রঙের আলোয় মুড়ে ফেলা হয়েছে গোটা বিমানবন্দর চত্বর । আলোর রোশনাইয়ে ঝলমল করছে গোটা এলাকা ।
৭৫তম স্বাধীনতা দিবসকে চিরস্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে । সকলের বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । 'হর ঘর তেরঙ্গা'-য় সামিল হতে অনুরোধ জানান প্রধানমন্ত্রী । অন্যদিকে, রাজ্য সরকারের তরফেও স্বাধীনতা দিবস উদযাপনে নানা উদ্যোগ নেওয়া হয়েছে ।