দেশ তথা পশ্চিমবঙ্গের চাকরির বাজারে আকাল। হাজার হাজার চাকরিপ্রার্থী একটা চাকরির জন্য বসে থাকে হা-পিত্যেশ করে। তার মধ্যেও কিছু নিয়োগের খবর আসতে থাকে। যা বেশ খানিকটা আশা যোগায় চাকরিপ্রার্থীদের মনে। সম্প্রতি, কলকাতা পুলিশের তরফে তেমনই একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ল্যাব টেকনিশিয়ান সহ একাধিক পদে নিয়োগ করা হবে। মোট ৮টি শূন্যপদ রয়েছে।
মোট ৮ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। ১ টি প্যাথোলজিস্টের পদ, ২ টি পদ কেমিস্টের জন্য, ১ টি পদ এক্স-রে টেকনিশিয়ানের, ৩ টি পদ ল্য়াব টেকনিশিয়ানের ও ১ টি পদে ল্যাব অ্যাটেনডেন্ট নিয়োগ করা হবে।
বেতন:
প্রতি মাসে প্যাথোলজিস্ট পাবেন ৫০ হাজার টাকা। কেমিস্ট পাবেন ৪০ হাজার টাকা। এক্স-রে টেকনিশিয়ান ও ল্য়াব টেকনিশিয়ান মাস গেলে পাবেন ২০ হাজার টাকা। ল্যাব অ্যাটেনডেন্ট প্রতি মাসে পাবেন ১৫ হাজার টাকা।
নিয়োগের স্থান:
কলকাতায় নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ভিন্ন ভিন্ন পদের জন্য প্রার্থীদের স্বীকৃতপ্রাপ্ত কোনও বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি, ডিপ্লোমা, স্নাতক, এম,এসসি, এমফিল, পিএইচ.ডি পাস করতে হবে।