চিনে (China) করোনার (Covid) বাড়বাড়ন্ত। যা নিয়ে সতর্ক গোটা দেশে। বিএফ.৭-এর হানা রুখতে মরিয়া কলকাতাও (Kolkata)। গঙ্গাসাগর (Gangasagar) মেলায় কোভিড নিয়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। গত দু বছর করোনার কারণে সাধুদের ভিড় তুলনায় কম ছিল। কিন্তু এই বছর প্রায় ৩০ লক্ষ পুণ্যার্থীর আগমন হবে বলেই আন্দাজ করছে প্রশাসন। করোনা মোকাবিলা করতে সাধুদের জন্য করোনা টেষ্টের ব্যবস্থা রেখেছে কলকাতা পুরসভা।
করোনা পরীক্ষা করার পাশাপাশি মাস্ক, স্যানিটাইজারেরও ব্যবস্থা করা হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, গঙ্গাসাগর এলাকায় মাইকে ঘোষণা করা হবে। কোনও রকম উপসর্গ দেখা দিলেই সেখানেই টেস্ট করে নিতে পারবেন পুণ্যার্থীর।
আরও পড়ুন- রাজ্যজুড়ে উৎসবের মেজাজে বঙ্গবাসী, শিলিগুড়ি-বর্ধমান-ঝাড়গ্রামে উপচে পড়ছে ভিড়
এছাড়াও নাগা সাধুদের শৌচাগারের জন্য প্রিন্সেপ ঘাট, বাজে কদমতলা ঘাটে একাধিক বায়ো টয়লেটের ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। দিনে চারবার সাফাইকর্মীরা প্রিন্সেপ ঘাট, বাবুঘাট এলাকা পরিষ্কার করবেন।