শীতের কলকাতায় অন্যতম আকরশন খাদ্যমেলা। এবার তিলোত্তমার গণ্ডি ছাড়িয়ে ব্যারাকপুরে (Barrackpore) অনুষ্ঠিত হল খাদ্যমেলা (Khadyamela)।
ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাসের উদ্যোগে ব্যারাকপুরে প্রথম খাদ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে নোনা চন্দন পুকুর অ্যাথালেটিক্স ক্লাবের মাঠে। আট তারিখ থেকে শুরু হওয়া এই খাদ্য মেলা চলবে আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত।
মেলার উদ্বোধন করেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং খাদ্য মেলার উদ্যোক্তা কাউন্সিলার জয়দীপ দাস।
ব্যারাকপুরে এই মেলা প্রথমবার হলেও ভালোই ভিড় হচ্ছে। মেলার স্টলে রকমারী খাবার চেখে দেখছেন খাদ্যরসিক বাঙালিরা।