পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর উপর অ্যাসিড হামলার (Kestopur Acid Attack) অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের রবীন্দ্র পল্লী এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ।
জানা গিয়েছে, রবীন্দ্রপল্লীর বাসিন্দা সঞ্জীব দে এবং তার স্ত্রী মাধু দে। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। প্রায় সাত মাস বাপের বাড়িতে ছিলেন মাধু। সোমবার দুপুরে স্ত্রীকে ডেকে পাঠান সঞ্জীব।
অভিযোগ এর পরই তার মুখে অ্যাসিড ছোড়েন অভিযুক্ত। আক্রান্ত মহিলাকে নিয়ে যাওয়া হয় বিধান নগর মহকুমা হাসপাতালে। খবর দেওয়া হয় বাগুইআটি থানায়।
আরও পড়ুন - প্রতিশ্রুতি পূরণে 'বঞ্চিতদের' নিজের বেতন থেকে আর্থিক সাহায্য অভিষেকের
ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। যদিও সম্পূর্ণ ঘটনা দায় অস্বীকার করেছে সঞ্জীব। তাঁর কথায়, ঘটনাচক্রে অ্যাসিড গায়ে পড়ে গিয়েছে। জখম হয়েছেন সঞ্জীব দে নিজেও। তদন্তে বাগুইআটি থানার পুলিশ।