আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে (TARAPITH TEMPLE)তারা মায়ের(TARA MAA) বিশেষ পূজার আয়োজন করা হয়েছে।
আজ রাতের মহাযজ্ঞে অংশ নেবেন সেবায়েতরা।কথিত আছে, এই দিনই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামা ক্ষ্যাপা । তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন তিনি।
এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। মঙ্গল আরতির পর পাঁচরকম ফল, পাঁচরকম মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হয় শীতল ভোগ।
অমাবস্যা উপলক্ষে গোটা চত্বর মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি দিয়ে। তৈরি করা হচ্ছে ওয়াচ টাওয়ার। পাশাপাশি মন্দিরের গা লাগা দুটি ওয়াচ টাওয়ার বানানো হয়েছে।
ভোরবেলায় মাকে রাজবেশে সাজিয়ে মঙ্গল আরতি দিয়ে শুরু করে পূজার্চনা। মাকে শীতল ভোগ নিবেদন করা হয়। তারপরে দুপুরবেলা পঞ্চ ব্যঞ্জন সহকারে খিচুড়ি পোলাও মাছ মাংস নানান রকম ভাজা দিয়ে ভোগ নিবেদন করা হবে এবং সন্ধ্যারতির পর পুনরায় মাকে শীতল ভোগ নিবেদন করা হবে। এবারে আমাবস্যা দুদিন ধরে থাকবে তাই সারা রাত মন্দির খোলা থাকবে এবং পূজার্চনা চলবে।