দুর্গাপুজোর (Durga Puja 2022) এখনও বাকি প্রায় দেড় সপ্তাহ মতো । কিন্তু, তার আগেই সোমবার, ১৯ সেপ্টেম্বর থেকে ধূমধাম করে দুর্গাপুজো শুরু হয়ে গেল কাশীপুরের পঞ্চকোট রাজবংশে (Kashipur Panchakot Ranbangsha) । রাজবংশের প্রথা মেনে পুরুলিয়ার (Purulia) কাশীপুরের দেবী বাড়িতে শুরু হল দুর্গাপুজো ।
প্রায় ২০০০ বছরের পুরনো এই পুজো । মা এখানে পূজিতা হন রাজরাজেশ্বরী রূপে । প্রায় ১৬ দিন ধরে মায়ের পুজো চলে এখানে । কথিত রয়েছে, রামচন্দ্র রাবণ বধের জন্য যে ১৬ দিনব্যাপী পুজো করে ছিলেন,সেই ধারা মেনেই এখানে ১৬ দিন ধরে মায়ের পুজো হয় । সেই কারণে এই পুজোকে ষোড়শকল্পের পুজোও বলা হয় । ষোড়শ কল্পের ষোড়শী রূপে মা পূজিতা হন এখানে । প্রথা মেনে আজও মন্দির চত্বরে একসঙ্গে সম্মিলিত হয়ে মায়ের প্রসাদ গ্রহণ করেন রাজ পরিবারের সদস্যরা ।
রাজপরিবারের সদস্যরা জানাচ্ছেন, পঞ্চকোট রাজ বংশের এই দেবী মন্দিরে বেলবরণ হয় না, মা মন্দিরে সারা বছরই অধিষ্ঠিত থাকেন । পঞ্চকোট রাজবংশের দুর্গাপুজোয় বলি প্রথার প্রচলন রয়েছে । পুরনো সেই ঐতিহ্য মেনে এখনও বলি দেওয়ার রীতি প্রচলিত রয়েছে । তবে, প্রতিদিন বলি দেওয়া হয় না । মোট পাঁচদিন বলি হয় । পুজো শুরুর দিন ছাগ ও আখ বলি দেওয়া হয় । চতুর্থপত্রিকার দিন বলি হবে । এরপর সপ্তমী, অষ্টমী, নবমীতে বলি দেওয়া হবে । দশমীতে ঘট বিসর্জনের মাধ্যমে পুজোর সমাপন হবে ।
পুজোর এখন আর তেমন জৌলুস নেই । তবে, সাবেকিয়ানা আর ঐতিহ্য আজও বর্তমান রয়েছে । এই কয়েকটা দিন রাজ পরিবারের সদস্যরা একসঙ্গে হন । স্থানীয়রা পুজোয় সামিল হন । ১৬ দিন ধরে জমজমাট হয়ে ওঠে কাশীপুর ।