Kashipur Murder Update : অর্জুনের রহস্যমৃত্যুতে দায়ের হয়নি অভিযোগ, সিটের তদন্তে সাহায্য করছে না পরিবার

Updated : May 10, 2022 09:46
|
Editorji News Desk

কাশীপুরে (Kashipur Murder Update) বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার (Arjun Chaurasia Death) রহস্যমৃত্যুতে সোমবার পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের করেনি তাঁর পরিবার । এমনকী, সিটের তদন্তেও তাঁর পরিবার কোনও সহযোগিতা করছে না বলে পুলিশ সূত্রে খবর । এদিকে, মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে অর্জুনের ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়তে পারে ।

আপাতত, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে । পুলিশি সূত্রে জানা গিয়েছে, এদিন তদন্তকারীদের একটি দল অর্জুনের বাড়িতে গিয়েছিল । তাঁরা মৃতের দুই দাদকে নোটিস দিতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে । পুলিশের দাবি, ‘সিআরপিসি’-র ১৭৫ নম্বর ধারা অনুযায়ী তদন্তে সহযোগিতা চেয়ে ওই নোটিস পাঠানো হয়েছিল । কিন্তু, তাঁরা নোটিস নিতে অস্বীকার করেন । তাঁরা জানিয়েছেন, মামলাটি হাইকোর্টে বিচারাধীন থাকায় তারা এই নোটিস গ্রহণ করবে না ।

আরও পড়ুন, Kashipur Murder Followup : মেলেনি খুনের প্রমাণ, কাশীপুরে-কাণ্ডের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে দাবি
 

এদিকে, কাশীপুরে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার (Arjun Chaurasia) মৃত্যুর ঘটনায় নতুন করে অনেক প্রশ্ন তুলে দিয়েছে একটি গাড়ি । মৃত্যুর রাতে এলাকায় ওই গাড়ির উপস্থিতি নিয়ে অর্জুনের পরিবারের তরফে সন্দেহ প্রকাশ করা হয়েছে । মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার দিন দীর্ঘ সময় একটি গাড়িটি এলাকার রাস্তায় দাঁড়িয়ে ছিল। গাড়ি থেকে এক জনকে নামতেও দেখা গিয়েছিল। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা । তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই এলাকায় একটি অনুষ্ঠান বাড়ি রয়েছে । ওই গাড়িটি সেখানেই এসেছিল বলে মনে করা হচ্ছে । এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ।

শুক্রবার সকালে কাশীপুর রেল কলোনির পরিত্যক্ত আবাসন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার দেহ(BJP Activist Death)। শাসকদল তৃণমূলের(TMC) হাতে ছেলের খুনের অভিযোগ তুলেছিল মৃত বিজেপি কর্মীর মা। হাইকোর্টে মামলাও করেন তিনি । রাজনৈতিক হিংসা থেকেই অর্জুনকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন অমিত শাহ ।

Kashipur Murder UpdateSITBJP

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর