সাধারণ মানুষের সুযোগ-সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করে থাকে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার (West Bengal Government) । কিন্তু, এমন অনেকেই আছেন, যাঁরা হয়তো সরকারি প্রকল্পগুলি সম্পর্কে ওয়াকিবহাল নয় বা প্রকল্পের নাম শুনলেও, বিস্তারিত জানেন না । ফলে প্রকল্পগুলির সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন । এবার থেকে এডিটরজি বাংলায় পেয়ে যাবেন এমনই কিছু সরকারি প্রকল্প নিয়ে খুঁটিনাটি তথ্য । আজকের প্রকল্প কর্মসাথী (Karmasathi Scheme) । পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প বেকার যুবক ও যুবতিদের জন্য । কর্মসাথী প্রকল্পে কী কী সুবিধা রয়েছে, আবেদন কীভাবে করবেন জেনে নিন...
যুব সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই রাজ্য সরকার কর্মসাথী প্রকল্প চালু করেছে । ২০২০ সালে এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কর্মসাথী প্রকল্পে প্রতি বছর প্রায় এক লাখ বেকার যুবক ও যুবতীকে ঋণ দেবে রাজ্য সরকার ।
রাজ্যের যেসব যুবক-যুবতি চাকরি পাননি, বেকার, তাঁদের জন্য এই স্কিম । চাকরি না করেও ব্যবসার মাধ্যমে রাজ্যের বেকার যুবকরা যাতে আর্থিকভাবে স্বনির্ভর, তাই জন্যই এই প্রকল্পের আয়োজন করা হয়েছে । এই প্রকল্পে আবেদনকারীদের বয়স অবশ্যই ১৮ থেকে ৫০ বছর হতে হবে । আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে । আর প্রত্যেককে রাজ্যের স্বীকৃত বোর্ড থেকে দশম কিংবা দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে । একটি পরিবার থেকে কেবলমাত্র একজনই আবেদন করতে পারবেন ।
কর্মসাথী প্রকল্পে ২ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে । এছাড়া, নতুন কোনও প্রজেক্টের জন্য শর্ত সাপেক্ষে কিছু আর্থিক সুবিধাও দেবে রাজ্য । সহজ কিস্তিতে ঋণ শোধেরও সুবিধা থাকবে । বিস্তারিত জানতে ক্লিক করুন https://karmasathi.wb.gov.in/-এ
রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান । তারপর হোম পেজে গিয়ে ‘স্কিম’-এর উপর ক্লিক করুন । কর্মসাথী প্রকল্পে ক্লিক করলে একটি ফর্ম আসবে । সেটা নির্ভুল তথ্য দিয়ে ফিল আপ করতে হবে । তারপর সব নথি আপলোড করে সাবমিট করলেই আবেদনের কাজ সম্পূর্ণ হবে । এছাড়া, বিভিন্ন বিডিও অফিস, এসডিও অফিসেও এই কাজ হয় ।