রাত পোহালেই জয়দেব কেন্দুলি মেলা। এই মেলাকে কেন্দ্র করে মকর স্নান সারতে লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় জমান। বাংলার বাউল, ফকির শিল্পিরাও আসেন জয়দেবের মেলায়। দোতারা বাউলের সুরে মেতে ওঠে অজয় নদের তীর৷ গত দু'বছর করোনার জেরে বন্ধ ছিল মেলা। এবছর পরিস্থিতি স্বাভাবিক হতেই ভক্ত সমাগম হতে চলেছে। পুরোনো ছন্দে ফিরছে জয়দেব মেলা। ইতিমধ্যেই ভিড় সামাল দিতে কোমর বেঁধেছে কাঁকসা প্রশাসন।
পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না তার জন্য প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়। স্বাস্থ্য দফতরের বিশেষ দল, দমকল বিভাগ, ট্রাফিক পুলিশ এবং কাঁকসা পুলিশ থাকে নজরদারিতে। এছাড়াও উদ্ধারকারী দল , নদীর পাড়ে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাপ রয়েছে। এবছরও প্রায় কয়েক লক্ষ পুণ্যার্থী ভিড় হবে এই জয়দেব মেলায়।