বাংলার দুর্গা পুজোয় এই প্রথম শারদ সম্মান ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটল। রাজ্যপালের দেওয়া দুর্গারত্ন সম্মান ফিরিয়ে দিল নদিয়ার কল্যাণীর লুমিনাস ক্লাব। রাজ্যে যে চারটি পুজোকে রাজভবনের তরফে পুরস্কৃত করা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল কল্যাণী আইটিআই মোড়ের এই পুজো।
ক্লাবের এক উদ্যোক্তা জানিয়েছেন, রাজ্যপাল ১০০ দিনের কাজের টাকা পেতে দিল্লিকে জানান। গরিব মানুষ প্রাপ্য টাকা পেলেই ভাবব তাঁরা পুরস্কার পেয়ে গিয়েছেন। এই শারদ সম্মান ফেরতের পিছনে কোনও রাজনীতি নেই বলেই দাবি করেছেন ওই উদ্যোক্তা। তাদের দাবি, সাধারণ মানুষ ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না। সেখানে এই আর্থিক পুরস্কার তারা নিতে অপারগ।
উল্লেখ, এই বছরের পুজোতে টালা প্রত্যয়, বরাহনগর বন্ধুদল, বরাহনগর লো-ল্যান্ড এবং কল্যাণীর লুমিনাস ক্লাবকে দুর্গারত্ন সম্মান জানিয়েছিল রাজভবন। পুরস্কার মূল্য ছিল পাঁচ লক্ষ্য টাকা। তার মধ্যে কল্যাণীর এই ক্লাব পুরস্কার নিতে অস্বীকার করল।