সন্ধে হলেই কল্যাণীর (Kalyani) বেসরকারি হস্টেল থেকে ধেয়ে আসে অকথ্য গালিগালাজ। এমনটাই অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন প্রতিবাদ করলেও লাভ হয়নি বিশেষ।
অবশেষে বুধবার হস্টেলে ঢুকে পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নদিয়ার কল্যাণীতে।
স্থানীয়দের অভিযোগ, কল্যাণীর ওই বেসরকারি কলেজে পড়ুয়ারা সন্ধে নামলেই অকথ্য গালিগালাজ করে। দীর্ঘদিন প্রতিবাদ করলেও পরিস্থিতি একেবারেই বদলায়নি। বুধবার প্রতিবাদ করতে গেলে বচসায় জড়ায় দু'পক্ষ।
আরও পড়ুন - কৌশিকী অমাবস্য়ায় মদ বিক্রিতে রেকর্ড তারাপীঠে, একরাতে কত বিক্রি জানেন?
হাতাহাতি এমনকি ইট ছোড়াছুঁড়িও হয়। পুলিশ আসলে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় স্থানীয়রা। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলেও অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয় একাধিক ব্যক্তিকে। ঘটনার সূত্রপাত খুঁজতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।