এবার কল্যাণী JNM হাসপাতালের ৭৭ জন চিকিৎসকের গণইস্তফার সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মেল করে তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার থেকেই কাজ বন্ধ করছেন কল্যাণী JNM হাসপাতালের ৭৭ জন চিকিৎসক। সরকারকে একদিন সময় দেওয়া হয়েছে। আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন ও ১০ দফা দাবিকে সমর্থন জানিয়ে সোমবার থেকেই কর্মবিরতি করবেন চিকিৎসকরা।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের একাধিক সরকারি মেডিকেল কলেজের চিকিৎসক ইস্তফা দিয়েছেন। সেই তালিকায় এবার নয়া সংযোজন কল্যাণী JNM হাসপাতাল। রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি পাঠান চিকিৎসকরা। যেভাবে ধর্মতলায় ডাক্তারদের অনশনরত পড়ুয়াদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে, তাতে চিকিৎসকরা মানসিকভাবে বিধ্বস্ত। পাশাপাশি তাঁদের দাবি, সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানের সমান উদ্যোগও দেখা যাচ্ছে না। তাই অনশনকারীদের পাশে দাঁড়াতেই গণইস্তফার সিদ্ধান্ত।
চিকিৎসকদের গণ ইস্তফা নিয়ে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে রাজ্য। আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, গণইস্তফা কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। সার্ভিস রুল অনুযায়ী, ইস্তফাপত্র অবশ্যই ব্যক্তিগতভাবে দিতে হয়। এটি ব্যক্তিগত বিষয়। এদিকে আরজি কর কাণ্ডের পর থেকে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে জুনিয়র ডাক্তাররদের আন্দোলনকে সমর্থন করে শহরের ৩০টি বেসরকারি হাসপাতালের চিকিৎসকা ৪৮ ঘণ্টার আংশিক কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে কলকাতার নামী বেসরকারি হাসপাতালগুলিতে।