বঙ্গবাসীর দুর্গাপুজো কেটেছে ছাতার তলাতেই, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত রেহাই মেলেনি বৃষ্টির হাত থেকে। তাই উৎসবের আমেজ নিতে বাঙালি দীপাবলির দিকেই তাকিয়ে ছিল। কিন্তু সম্প্রতি আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাসে বঙ্গবাসীর কপালে ভাঁজ। প্রশ্ন একটাই তাহলে কি কালী পুজোতেও মিলবে না রেহাই? হাওয়া অফিস সূত্রে খবর, ওইসময় সৃষ্টি হতে পারে গভীর নিম্নচাপ। পরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এর জেরে দক্ষিণবঙ্গের তিন জেলায় হতে পারে প্রবল ভারী বৃষ্টিপাত। কালী পুজোর আগের দিন অর্থাৎ ২৩ অক্টোবর গভীর নিম্নচাপের সৃষ্টি হতে পারে। তারপর তা বাক নিতে পারে উত্তরের দিকে। কালীপুজোর দিন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে দুর্গাপুজোর মতো কালী পুজোও কার্যত মাটি হতে পারে। দুই ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন- ফের ডেঙ্গুতে মৃত্যু কলকাতায়, সচেতনতা বাড়াতে মাইকিং বরাহনগর পুরসভায়
আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘমুক্ত থাকবে। তবে শনিবারের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।