শ্রীভূমির পরে এবার 'বুর্জ খলিফা' উত্তরবঙ্গে। কালী পুজোয় এবার ধূপগুড়ির নেতাজিপাড়া কালচারাল ক্লাবের এই বছরের থিম। গত একমাস ধরে চলছে মণ্ডপ তৈরির কাজ। করোনা পরিস্থিতিতেও শ্রীভূমিতে বুর্জ খলিফা নিয়ে উত্তেজনা ছিল। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। এবার উত্তরবঙ্গেও বুর্জ খলিফা দেখতে উপচে পড়া ভিড় হবে বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারা।
গত দু'বছর করোনা পরিস্থিতিতে এই ক্লাবের রজত জয়ন্তী বর্ষের উদযাপন স্থগিত ছিল। পুজো করা হলেও তা অত্যন্তই অনাড়ম্বর ভাবে।তাই এই বছর ক্লাবের ২৭ তম পুজো বর্ষে সেই রজত জয়ন্তী উৎযাপনের স্বাদ উপভোগ করতেই এই থিমের আয়োজন করা হয়েছে।
ধূপগুড়ি থেকে ডাউকিমারী গামী রাস্তার শুরুতেই ফাঁকা জায়গায় এই ক্লাবের বুর্জ খলিফা তৈরির কাজ চলছে জোরকদমে।অ্যালুমিনিয়াম শিট দিয়ে পুরো বুর্জ খলিফার রুপ দেওয়া হচ্ছে মণ্ডপকে। ২৭ তম বর্ষে প্রায় ২৫ লক্ষ টাকা বাজেটে এই পুজোর আয়োজন করা হচ্ছে। আলোকসজ্জ্বার দায়িত্বে রয়েছে চন্দননগরের শিল্পীরা।