শুক্রবার জেল হেফাজত থেকে মুক্তি পেলেন DYFI নেতা কলতান দশগুপ্ত। তিনি জেল থেকে বেরোনোর পর মালা ও লাল আবিরে বরণ করে নেন বামফ্রন্ট কর্মী ও সমর্থকরা। জামিনে মুক্তি পেয়েই কলতান জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।
কয়েকদিন আগে একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সেখানে দুই ব্যক্তির কথোপকথন প্রকাশ্যে আনেন তিনি। এবং অভিযোগ করেন ডাক্তারদের ধরনাস্থলে হামলা চালানোর চক্রান্ত করা হচ্ছে। সেই অডিয়ো ক্লিপের তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তদন্তে নেমে DYFI নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়।
এরপর বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান কলতান দাশগুপ্ত। এবং শুক্রবার জেল লক-আপ থেকে বেরিয়ে আসেন তিনি। জেল থেকে ছাড়া পেয়ে তিনি জানিয়েছেন, ফ্য়াসিবাদের বিরোধিতা করতে হলে বিভিন্ন অত্যাচার সহ্য করতে হবে। তবে ভয় পেলে চলবে না। নিহত চিকিৎসকের সুবিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি।
কী বললেন কলতান দাশগুপ্ত?
তিনি বলেন, "যতক্ষণ পর্যন্ত না নির্যাতিতার বিচার হচ্ছে ততক্ষণ আলাদা করে কোনও অনুভূতি নেই। এই লড়াই চলবে। নিহত চিকিৎসক বিচার পেলে তবেই ভালো অনুভূতি হবে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। গণআন্দোলন শেষ কথা বলবে।
জেল থেকে ছাড়া পেয়ে তিনি শ্যামবাজার পৌঁছন। সেখানে RG কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার ধরনা চালাচ্ছে DYFI। সেই মঞ্চে তাঁকে আবির ও মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। উপস্থিত ছিলেন বাম নেতা মীনাক্ষি মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য প্রমূখ। কলকানকে নিয়ে একটি মিছিলেরও আয়োজন করা হয়েছে।