সন্ধ্যা মুখোপাধ্যায়ের ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান সিদ্ধান্তকে এবার সমর্থন জানালেন কবীর সুমন (Kabir Suman)। একটি সাংবাদিক বৈঠক করে সুমনের বিস্ফোরক মন্তব্য, “বিদ্বেষ থেকে ‘পদ্মশ্রী’ দেওয়া হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukherjee)।
তিনি আরও বলেন, “বিদ্বেষ থেকে পদ্মশ্রী দেওয়া হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যাকে (Sandhya Mukherjee)। শ্বেতাঙ্গরা রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কারটা দিয়েছিলেন। সেখানে অন্তত তাঁরা অন্য কিছু বিচার করেননি। এই শহরেই দুজন পদ্মভূষণ প্রাপক বসে আছেন। তাঁদের কেরিয়ার দেখুন আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের কেরিয়ার দেখুন। কী কী ধরনের গান গয়েছেন তিনি! খুব খারাপ লাগছে আমার। এই বয়সে এসে সন্ধ্যা মুখোপাধ্যায় ধাক্কা খেলেন।“
এছাড়া, নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি লেখেন, 'শুনছি রশিদ খান পদ্মভূষণ আর সন্ধ্যা মুখোপাধ্যায় পদ্মশ্রী। শুনছি এর আগে অজয় চক্রবর্তীও পদ্মভূষণ। আর সন্ধ্যা মুখোপাধ্যায় পদ্মশ্রী।'
আরও পড়ুন: পদ্মভূষণ সম্মান ফেরালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
প্রসঙ্গত, মঙ্গলবারই এই বছরের পদ্মশ্রী-প্রাপকদের তালিকায় তাঁর নাম থাকার কথা জানিয়ে দিল্লি থেকে ফোন আসে সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িতে। এই প্রবাদপ্রতিম শিল্পীর পক্ষ থেকে ওই সময়ে ফোনেই জানিয়ে দেওয়া হয় যে, তিনি এই ‘সম্মান’ গ্রহণ (Sandhya Mukherjee refused padma shri ) করতে অপারগ।
আর এক প্রবাদপ্রতিম শিল্পী পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ও প্রত্যাখ্যান করেছেন ‘পদ্মশ্রী’ সম্মান।