আদালতে শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতকক্ষেই বমি করে ফেলেন তিনি। শুক্রবার প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। চেয়ার থেকে মাটিতে পড়ে যান তিনি। আদালতে বাবাকে পড়ে যেতে দেখে ছুটে আসেন তাঁর মেয়েও।
এদিন আদালতে দু পক্ষের সওয়াল-জবাবের পর ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অসুস্থতার কারণে এজলাস থেকে বের করে আদালতের একটি অফিসে বসানো হয় তাঁকে। শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিন আদালতে জ্যোতিপ্রিয় মল্লিক বিচারকের কাছে জানান, তিনি ডায়াবেটিক রোগী। বাড়ির খাবার হলে সমস্যা নেই। তিন বেলা খাবার খেতে হয়। পা ফুলে গিয়েছে। তিনি জানান, তাঁকে ১০ হাজার স্টেপ নিতে হবে। পাশাপাশি ভাল হাসপাতালে চিকিৎসার আবেদনও করেন তিনি। বিচারক জানান কমান্ড হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল। আদালতের নির্দেশ শোনার পরই ফের অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী।