এবার ED-র দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক। সোমবার সকাল ১০টা নাগাদ CGO কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। একাধিক নথি নিয়ে সেখানে গিয়েছেন বলে খবর।
এর আগে রবিবারও জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককে তলব করা হয়েছিল। তিনিও একাধিক নথি নিয়ে ED দফতরে হাজির হয়েছিলেন। তাঁর আয় সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, মন্ত্রীর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি ও আত্মীয় পরিজনদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন, রেশন দুর্নীতি থেকে নিজেকে আড়াল করার জন্য বিভিন্ন চেষ্টা করেছেন মন্ত্রী। একাধিক কোম্পানিরও হদিশ পাওয়া গিয়েছে। যদিও কোনও সংস্থারই ডিরেক্টর ছিলেন না তিনি।
দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার মাঝরাতে গ্রেফতার করা হয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তারপর তাঁকে আদালতে তোলা হলে সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।