রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক । রাত তখন প্রায় ৩টে বা সাড়ে ৩টে । সল্টলেকের নিজের বাড়ি থেকে সোজা সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । প্রায় ২০ ঘণ্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের তাঁকে সিজিও-তে নিজেদের দফতরে নিয়ে গেলেন ইডি আধিকারিকরা । ইডি দফতরে পৌঁছতেই জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার ।
রেশন বন্টন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার প্রায় ভোর ৬টা থেকে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । রাত তিনটে বা সাড়ে তিনটে নাগাদ সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা । তবে, একা নয়, জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়েই সিজিওতে পৌঁছন তাঁরা । ইডি দফতরে ঢোকার সময় মন্ত্রীকে দেখাচ্ছিল ক্লান্ত, বিধ্বস্ত । তিনি বললেন, তিনি ষড়যন্ত্রের শিকার ।- তাঁর কথায়, ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে। তারা আমাকে শিকার করলেন।