গত কয়েকদিন ধরেই শিরোনামে বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁকে সদ্য সরানো হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডের দুটি মামলা থেকে। যার একটির সঙ্গে যোগ রয়েছে হুগলির কুন্তলের। 'অভিষেক বন্দোপাধ্যায়'এর নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে আদালতের দ্বারস্থও হয়েছিলেন কুন্তল। এবার এই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি করেননি, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তলের থেকেই সেই নাম উঠে এসেছে। অভিষেকের নাম আকাশ থেকে পেড়ে আনা নয়।
তাঁর সাফ বক্তব্য, ‘‘তৃণমূল টিনোমূল বলে কোনও কিছু আমার কাছে নেই। যখন এ ধরনের মামলার বিচার করতে বসি, তখন দেখতে চাই দুর্নীতি আছে কি না।’’ তিনি আরও বলেন, কোনও রাজনৈতিক দলের নাম বা প্রসঙ্গ বা কোনও সুবিধা নেওয়া— এ সব তো আসে না। সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে কেন? সে তো কুন্তল ঘোষ নিজে তুলেছেন।’’