প্রদেশ কংগ্রেস সভাপতি তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে দেখতে চান। রাজনৈতিক চাপান-উতোর তৈরি হয়েছে অধীর চৌধুরীর কথায়। শনিবার বহরমপুরে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অধীর চৌধুরীর মন্তব্য শুনে কী বললেন হাই কোর্টের বিচারপতি।
মুর্শিদাবাদ সফরে এসে মানুষের ভালবাসায় অভিভূত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অধীর চৌধুরীর প্রসঙ্গ উঠতেই বিচারপতি জানান, কথাটা তিনি শুনেছেন। কিন্তু এই নিয়ে মন্তব্য করতে চান না তিনি। অধীরের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল ও কংগ্রেসের জোটশরিক সিপিএমও।
এত মানুষের ভালবাসা পেয়ে অভিভূত বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানান, যদি এই অভিনন্দন কারও প্রাপ্য হয়, তা ভারতীয় বিচারব্যবস্থা ও সংবিধানের। তিনি ভগবান নন। তাঁর থেকে প্রেরণা নিয়ে এগিয়ে আসছেন আরও অনেকে। বিচারপতি বলেন, "হয়তো শুরুটা আমি করেছিলাম। এখন অনেকে ফলো করছেন।"
অধীর চৌধুরী এদিন বলেন, তিনি চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে লড়াই করুন। তা হলে তিনি সবার আগে গিয়ে তাঁকে ভোট দেবেন।