প্রাথমিকে ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় । বাতিলের তালিকায় যে শিক্ষকরা রয়েছেন, তাঁরা অপ্রশিক্ষিত । বিচারপতি গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে দেবেন । সেই মতোই এদিন, ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে । ওই শূন্যপদে রাজ্যকে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি ।
বিচারপরতির নির্দেশ, যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁরা কেবল মাত্র প্যারা শিক্ষক হিসেবে চার মাস স্কুলে যেতে পারবেন । প্যারা শিক্ষকেরই বেতন পাবেন । রাজ্যকে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে । বাতিলের তালিকায় যে শিক্ষকরা রয়েছেন, তাঁরা যদি ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়ে থাকেন, তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । অপ্রশিক্ষিত চাকরিপ্রার্থীদের করা মামলায় এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।
উল্লেখ্য, ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ করা হয়েছিল ৪২ হাজার ৫০০ জনকে । এর মধ্যে ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ ।