বিচারপতির পদ ছেড়ে রাজনীতিতে যোগ দেবেন । রবিবারই ঘোষণা করে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু, কোন দলের হাত ধরে রাজনীতিতে আসবেন তিনি ? সেই নিয়ে রাজ্য-রাজনীতিতে জোরদার আলোচনা শুরু হয়েছে । জানা গিয়েছে, বিজেপিতে যোগ দিতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আর সব ঠিক থাকলে বিজেপির টিকিটেই তমলুক থেকে লোকসভা টিকিটের প্রার্থী হতে পারেন তিনি । এমনই দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।
সম্প্রতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, আগামী ৭ মার্চ 'বড় যোগদান' হতে চলেছে বিজেপিতে । এদিকে, মঙ্গলবার ৫ মার্চই বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আর এখানেই দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছেন অনেকে । আবার সোশ্যাল মিডিয়ায় একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনেছেন তৃণমূলেপ মুখপাত্র অরূপ চক্রবর্তী । যেখানে শিশির অধিকারীকে বলতে শোনা গিয়েছে, তমলুক থেকে বিজেপির টিকিটে ভোটে লড়বেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । যদিও ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা ।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি শুভেন্দু অধিকারী । বিচারপতির ইস্তফা গৃহীত হওয়ার পরই তিনি প্রতিক্রিয়া দেবেন বলে জানান । অন্যদিকে, রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপিই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বাভাবিক পছন্দ হওয়া উচিত । অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতির রায়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল । শাসকদলের দাবি, এত দিন ধরে যে বিচারপতির চেয়ারে বসে তিনি যে রায়গুলি দিয়েছে, তা পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক, তা প্রমাণ হতে চলেছে ।