RG Kar Case: ভোর ৩.৫০-এ মুখ্যমন্ত্রীকে মেল জুনিয়র ডাক্তারদের, কী  দাবি আন্দোলনকারী চিকিৎসকদের?

Updated : Sep 11, 2024 16:07
|
Editorji News Desk

নবান্নর পাঠানো মেলের জবাবে বুধবার ভোর ৩টে ৫০-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইমেল পাঠালেন জুনিয়র ডাক্তাররা। ওই মেলে একাধিক দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি আলোচনায় আগ্রহী বলেও জানিয়ে দিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। যদিও ওই মেলের কোনও জবাব আসেনি বলে দাবি আন্দোলনকারীদের। 

মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররা। মোট পাঁচদফা দাবি রয়েছে তাঁদের। তার মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা সচিব এবং কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি তোলা হয়েছে। 

মঙ্গলবার সন্ধে ৬টা ১২ নাগাদ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের মেল থেকে একটি বার্তা পাঠানো হয় জুনিয়র ডাক্তারদের। কিন্তু ওই মেলে Dear Sir বলে সম্বোধন করা হয়েছিল। চিকিৎসকদের অভিযোগ, তাঁদের আন্দোলনে পুরুষ এবং মহিলারা যোগ দিয়েছেন। ফলে শুধুমাত্র Sir বলে সম্বোধন করায় তাঁরা অপমানিত হয়েছেন। 

পাশাপাশি আন্দোলনরত চিকিৎসকরা প্রথম থেকেই নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ দাবি করে আসছেন। বিক্ষোভকারীদের প্রশ্ন তাহলে কেন তাঁর মেল থেকেই বার্তা পাঠানো হল? 

অন্যদিকে নবান্নে যদি আলোচনা হয় সেই আলোচনা সরাসরি সম্প্রচারেরও দাবি করা হয়েছে আন্দোলনরত চিকিৎসকদের তরফে। 

আন্দোলনরত চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, তাঁদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে তাঁরা কোনওভাবেই আন্দোলন থেকে সরবে না। 
  
RG কর কাণ্ড নিয়ে টানা আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করেছিল তারা। এরপর মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান করেন বিক্ষোভকারীরা। তারই মধ্যে জুনিয়র ডাক্তাদের বৈঠকের অনুরোধ করে নবান্ন। 

মঙ্গলবার রাতে জুনিয়র ডাক্তারদের যে যৌথ মঞ্চ রয়েছে সেই মঞ্চের ইমেলে বার্তা পাঠানো হয়েছে নবান্ন থেকে। মোট ১০ জনকে আহ্বান করা হয়েছিল। বৈঠকে যোগ দেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। 

Mamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর