RG কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে CBI। আর তারপরেই আনন্দে স্লোগান দিতে শুরু করলেন বিক্ষোভরত চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, তাঁদের দাবির একাংশ পূরণ হয়েছে। তবে এরসঙ্গে বাকি দাবি পূরণের জন্য আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা।
RG কর কাণ্ডে CGO কমপ্লেক্সে একাধিকবার ডাকা হয়েছিল সন্দীপ ঘোষকে। একাধিকবার তাঁকে ধর্ষণ ও খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারপর সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়। সেই মামলার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অবশেষে ১৫ দিন পর তাঁকে গ্রেফতার করল CBI।
এদিকে আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের আন্দোলন চলবে। তাঁদের দাবি অবিলম্বে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। আন্দোলনস্থলে প্রতীকী শিরদাঁড়া নিয়ে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা।
যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা চাইলে লালবাজার যেতে পারেন। সেখানে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে পারেন তাঁরা।