RG Kar case: মুখ পুড়ল রাজ্য সরকারের, শর্তসাপেক্ষে চিকিৎসকদের মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

Updated : Sep 30, 2024 17:09
|
Editorji News Desk

RG কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছেন। পাশাপাশি ১৪৪ ধারা জারি করা নিয়েও রাজ্য সরকারকে ভর্ৎসনা করেন। আদালতের তরফে যে শর্তগুলি মিছিলকারীদের দেওয়া হয়েছে তা হল, নির্দিষ্ট পথেই মিছিল করতে হবে। এবং পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নামাতে হবে।

মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেফতার এবং কড়া শাস্তির দাবিতে মঙ্গলবার কলেজ স্কয়্যার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের আরও অভিযোগ, দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। মোট ৫৫টি সংগঠন ওই মিছিলে সামিল হবেন। কিন্তু মিছিলের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

সম্প্রতি কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেখানে বলা হয়েছিল, ২৫ সেপ্টেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত কলকাতার কিছু অংশে জমায়েত করা যাবে না। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে জোরা মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করে CPIM এবং  জয়েন্ট ডক্টরস ফোরাম। 

সোমবার মামলাটির শুনানি হয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। শুনানি চলাকালীন মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, যে জায়গায় ১৪৪ ধারা বা ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে ওই রাস্তা দিয়ে মিছিল যাবে না। সুতরাং চিকিৎসকদের মিছিলে অনুমতি না দেওয়ার কোনও কারণ নেই। শুনানি চলাকালীন পুলিশের তরফে জানানো হয়, ১ হাজার লোক নিয়ে মিছিলের অনুমতি দেওয়া হোক। যদিও সেবিষয়ে হাইকোর্ট কোনও মন্তব্য করেনি।

RG Kar Case

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর