দুর্ঘটনার কবলে পড়ল বিধায়ক জুন মালিয়ার গাড়ি। জানা গিয়েছে, বুধবার বিকেলে মেদিনীপুরের উদ্দেশে যাওয়ার পথে ১৬-নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার জোড়া কলতলার কাছে দুর্ঘটনাটি ঘটে। রাস্তায় থাকা হনুমানকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারকে ধাক্কা মেরে কলকাতামুখী লেনে চলে আসে। যদিও বিধায়ক অক্ষত ছিলেন। পরে তিনি মেদিনীপুরের উদ্দেশে রওনা হন। দুর্ঘটনার জেরে গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও বিধায়ক জুন সুরক্ষিতই আছেন।
উল্লেখ্য,, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার প্রশাসনিক সভা করার জন্য বুধবারই রওনা দিয়েছেন মেদিনীপুরের উদ্দেশ্যে। সেখানেই জুনের যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার সময় গাড়ির গতি ৮০ থেকে ৯০ কিলোমিটার ছিল বলে জানা যাচ্ছে।