রাত পোহালেই মকর সংক্রান্তি (Makar Sankranti 2023) । পূণ্য লগ্নে পূণ্যস্নানের জন্য আগে থেকেই ভিড় জমেছে গঙ্গাসাগরে (Ganga Sagar) । একই ছবি দেখা গেল অজয় নদের তীরেও । মকর সংক্রান্তি উপলক্ষে প্রতিবারের মতো এই বছরেও ঐতিহ্যবাহী জয়দেবের কেন্দুলি মেলায় ভিড় জমেছে।
জয়দেব মেলা বীরভূম জেলার অজয় নদীর পাড়ে হলেও মেলার অনেকাংশই অজয় নদীর এপারে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায় হয়ে থাকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি রাজ্যের বাইরে থেকেও বহু পুণ্যার্থী এই জয়দেব মেলায় এসে পৌঁছেছেন।সড়ক পথ বা রেলপথে জাতীয় সড়ক বা দুর্গাপুর স্টেশন থেকে বাসে ছোট গাড়ি বিভিন্ন যানবাহনের মাধ্যমে কাঁকসার হয়ে অজয় নদী পার করে জয়দেব মেলায় পৌঁছে গিয়েছেন সকলে ।
আরও পড়ুন - মকরের আগে শাহি স্নান, ঠান্ডা উপেক্ষা করে লাখো মানুষের ডুব সাগরের জলে
যে সকল পূর্ণর্থীরা আসছেন তাঁদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য কাঁকসা ব্লক কাঁকসা পুলিশ প্রশাসন ও বিহার পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। নদীর ধারে রয়েছে ওয়াচ টাওয়ারও। মহিলাদের স্নান করার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে প্লাস্টিক জাতীয় কোনও জিনিস যাতে ব্যবহার না হয়।