কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে ধর্না দিলেন চাকরি প্রার্থীরা। বুধবার বিকেলে তাঁরা বিচারপতির বাড়ির সামনে চলে আসেন। প্রথমে তাঁরা বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করলেও পুলিশ আটকে দেয়। প্রত্যেকেই ২০১৬ সালের SLST আবেদনকারী বলে জানা গিয়েছে।
চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষা করার পরেও চাকরি পাননি তাঁরা। সেকারণেই বিচারপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যদিও বিচারপতি তাঁদের লড়াই জারি রাখার পরামর্শ দেন।
এদিকে চাকরিপ্রার্থীদের অনেকের বক্তব্য, দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া চলায় আর্থিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাঁদের। এপ্রসঙ্গে বিচারপতি লিগ্যাল এইডের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে খবর।