নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর একের পর এক নজিরবিহীন রায় হাসি ফুটিয়েছে চাকরিপ্রার্থীদের মুখে । চাকরির আশায় বুক বেঁধেছেন তাঁরা । যদিও এখনও বেশ কিছু মামলার নিষ্পত্তি হয়নি । কোনও সুরাহা হয়নি চাকরিপ্রার্থীদের । এরই মধ্যে বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । বিচারপতির এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতাশ চাকরিপ্রার্থীরা । যদিও, তাঁরা জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে, চাকরিপ্রার্থীদের আশা, এ বার বিচারপতি হিসেবে না লড়লেও, সাধারণ মানুষ হিসেবে তাঁদের জন্য যেন লড়াই করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
চাকরিপ্রার্থীদের বক্তব্য
চাকরিপ্রার্থীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজ্যে এত দুর্নীতির বিষয় সামনে নিয়ে এসেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । বিচারপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা । তাঁদের আশা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেখানো পথেই রাজ্য সরকার এবং হাইকোর্ট তাঁদের সুবিচার করবেন । পদত্যাগ করলেও তিনি তাঁদের জন্য লড়বেন, আশা চাকরিপ্রার্থীদের ।
যদিও অনেকেই বিচারপতির সিদ্ধান্তে হতাশ । সংবাদমাধ্যমকে উচ্চ প্রাথমিকের এক চাকরিপ্রার্থী জানিয়েছেন, ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । এ নিয়ে বারবার মামলার বেঞ্চ বদল হয়েছে। চূড়ান্ত রায় অধরাই থেকে গিয়েছে । নবম থেকে দ্বাদশের এক চাকরিপ্রার্থী জানিয়েছেন, ওএমআর কারচুপির মামলার এখনও নিষ্পত্তি হয়নি ।