ভারতের বাজারে লঞ্চ করল মোটোরোলার নতুন একটি মডেল। নাম দেওয়া হয়েছে Moto G34। Jio ব্যবহারকারীরা এই ফোনটি কিনলেই পাবেন সাড়ে চার হাজার টাকার ছাড়। তবে সরাসরি ছাড় নয়, পুরোটাই কুপন হিসেবে ফেরত পাওয়া যাবে।
মোট দুটি ভ্যারিয়েন্টে ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। সেগুলির দাম করা হয়েছে যথাক্রমে ৯,৯৯৯ টাকা এবং ১০,৯৯৯টাকা। ১৭ জানুয়ারি থেকে বিক্রি শুরু। Jio গ্রাহকরা এই ফোনটি কিনলে ২০০০টাকার রিচার্জ ভাউচার পাবেন। এবং বাকি টাকার AJio শপিং ডিসকাউন্ট কুপন থাকবে।
এই ফোনটিতে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির LCD ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০Hz। রয়েছে 50MP-র প্রাইমারি সেন্সর ক্যামেরা। এবং 16MP-র ফ্রন্ট সেন্সিং ক্যামেরা।