শালবনিতে শিল্পায়নের জন্য পাওয়া জমির অব্যবহৃত অংশ রাজ্য সরকারকে ফেরত দিচ্ছে জিন্দল গোষ্ঠী। শালবনিতে দাঁড়িয়েই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে এমনই জানালেন মুখ্যমন্ত্রী।
এদিন শালবনি থেকে মুখ্যমন্ত্রী বলেন, "শালবনিতে এতদিন কিছু ছিল না। জ্যোতিবাবুরা জমি দিয়ে পালিয়ে গিয়েছিল। তারপর কিছু হয়েছিল! হয়নি। এই জিন্দালদের কারখানাটা আমি এসে উদ্বোধন করেছিলাম।" এরপরই সুখবর শোনান মুখ্যমন্ত্রী।
শালবনির নবজোয়ার অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, "জিন্দালদের কারখানার যতটা জমি লেগেছে, বাদবাকি জমি যা ওদের কাছে লাগেনি। সেই জমি ওরা আমাদের ফেরত দিচ্ছে। সেই জমিতে আমরা একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি করছি। শালবনিতে আবার একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে।"