পার্থ চট্টোপাধ্যায়ের পর নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিবিআই হেফাজতে থাকাকালীন প্রথম মুখ খুললেন বড়ঞার বিধায়ক। তিনি জানান, "দল অবশ্যই পাশে আছে।"
শনিবার রুটিন চেক আপের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূল বিধায়ককে। দল পাশে আছে কিনা, তা নিয়ে প্রশ্ন করা হয়। তাঁর মতে,তিনি দুর্নীতিতে যুক্ত এখনও প্রমাণিত নয়। তাই দল অবশ্যই পাশে আছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতির এজেন্ট কৌশিক ঘোষের সঙ্গেও জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠতা আছে। সেই অভিযোগেই তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই। সূত্রের খবর, কৌশিককে জেরা করেই বড়ঞার বিধায়কের নাম পেয়েছিল সিবিআই। একরকই ৭২ ঘণ্টা ম্যারাথন জেরা ও তল্লাশির পর গত ১৭ এপ্রিল গ্রেফতার হন জীবনকৃষ্ণ সাহা। তল্লাশি চলাকালীন নিজের মোবাইল ফোন পুকুরে ফেলে দেন তৃণমূল বিধায়ক।