গ্রামেরই এক যুবকের সঙ্গে দীর্ঘদিনের বিবাহ-বর্হিভূত সম্পর্ক। কিন্তু ইদানিং সেই সম্পর্ক ভেঙে বেড়িয়ে আসতে চাইছিলেন সাঁকরাইলের পূর্ণিমা মাণ্ডি। আর তার জেরেই তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার প্রেমিক রঞ্জিত মণ্ডল। ধৃতকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালত।
জানা গিয়েছে, গত ১৮ এপ্রিল সাঁকরাইলের মঙ্গলবাঁধী খালের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় পূর্ণিমার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে রঞ্জিত মণ্ডল নামক এক যুবকের সঙ্গে মৃতার সম্পর্ক ছিল। এরপরই রঞ্জিতকে জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশকে সে জানায়, পরিবারের কথা ভেবে বিবাহ-বর্হিভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন পূর্ণিমা। তাই রাগের মাথায় সে শ্বাসরোধ করে খুন করে প্রেমিকা পূর্ণিমাকে। এরপরই ছুরি দিয়ে কুপিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে।
আরও পড়ুন- Balurghat News: পথশ্রী প্রকল্পের কাজ শুরু, রাস্তা তৈরিতে হাত লাগালেন খোদ পঞ্চায়েত প্রধান