ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর হত্যার ঘটনায় (Jhalda Councillor murder) তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দু জেলা আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দিলেন। এই খুনের ঘটনার তদন্ত করছেন সিটের (SIT) সদস্যরা।
শনিবার জেলা আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর কোর্টের বিচারক পূর্ণিমা কান্দুর গোপন জবানবন্দি নেন। খুনের ঘটনায় নিহত তপন কান্দুর (Jhalda Councillor murder) পরিবারের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে গত ১৬ মার্চ একটি লিখিত চিঠি দিয়ে বিচারকের কাছে গোপন জবানবন্দি দেওয়ার ইচ্ছাপ্রকাশ করা হয়েছিল।
আরও পড়ুন: 'নজর রাখছে দুনিয়া', রাশিয়ার থেকে তেল আমদানির ব্যাপারে ভারতকে 'সতর্ক' করল আমেরিকা
সেই অনুযায়ীই শনিবার জেলা আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দেওয়ার ব্যবস্থা করেন সিটের (SIT) সদস্যরা। যদিও তাঁরা এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও কিছুই বলতে চাননি।
প্রসঙ্গত, ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে গুলি করে খুন (Jhalda Councillor murder) করে দুষ্কৃতীরা। প্রকাশ্যে রাস্তায়। স্রেফ নিহতের ভাইপো দীপক কান্দুর গ্রেফতারি নয়, ঘটনার তদন্তে উঠেছে এসে বেটিং-তত্ত্ব। সন্দেহভাজন আততায়ীর স্কেচ প্রকাশ করেছে সিট (SIT)। অভিযুক্তের খোঁজ দিতে পারলে মিলবে পুরস্কার।