যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত জয়দীপ ঘোষের বিরুদ্ধে সামনে আসছে বিস্ফোরক অভিযোগ। সূত্রের খবর, প্রথম বর্ষের ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করার পর তাঁর জবানবন্দি নেওয়ার চেষ্টা করে পুলিশ। অভিযোগ, সেইসময় পুলিশের কাজে বাধা দেয় ধৃত জয়দীপ। সূত্রের দাবি, পুলিশ যদি জবানবন্দি নিতে পারত তাহলে এই তদন্ত আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হত।
যাদবপুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে শনিবার রাত থেকে জেরা করে আরও ১১ জনের নাম উঠে আসছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। প্রয়োজনে তাঁদেরও ডাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে এই ঘটনায় প্রথম গ্রেফতার হয়েছিল সৌরভ চৌধুরী নামে প্রাক্তন এক পড়ুয়া। রবিবার আলিপুর আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করে জানান, কোনও দোষ করেননি তিনি। গরিব বলে তাঁকে ফাঁসানো হচ্ছে।
পুলিশের অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে, পুরো ঘটনার পর প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল অভিযুক্তরা। এবং তারজন্য যাবতীয় ব্যবস্থা নিয়েছিল। প্রথমে হস্টেলে পুলিশকে ঢুকতেও বাধা দেওয়া হয় বলেও জানা গিয়েছে।